সিলেট জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবার সিলেটের সাংবাদিকতার শতবছরের ইতিহাসে প্রথম একজন নারী সভাপতি বিজয়ী হলেন। এ পদে হাসিনা বেগম চৌধুরী নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শাহ্ দিদার আলম চৌধুরী নবেল। এ নিয়ে তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক হলেন তিনি।

বিশিষ্ট সাংবাদিক-অধ্যক্ষ ও কবি মরহুম মহিউদ্দিন শীরুর সহধর্মীনি হাসিনা সিলেটের প্রবীণ সাংবাদিক অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদীকে মাত্র ৩ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। শাহ্ দিদার আলম চৌধুরী নবেল দেবাশীষ দেবুকে ৩৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।