খ্রিস্টিয় নববর্ষ উপলক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের বিদায়ী কার্যনির্বাহী পরিষদ ও নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়েছে।
রবিবার সন্ধ্যায় মহানগরীর পূর্ব জিন্দাবাজারের বারুতখানায় সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ শুভেচ্ছা বিনিময় হয়।শুভেচ্ছা বিনিময়কালে সংগঠনের বর্তমান সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ বলেন, নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদে হাসিনা বেগম চৌধুরী সভাপতি নির্বাচিত হওয়ার মাধ্যমে সিলেটের সাংবাদিকতার ইতিহাসে নতুন অধ্যায় সংযোজিত হয়েছে।