সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ও লেখক জুয়েল সাদাত। রোববার (২০ মার্চ) সিলেট নগরীর বারুত খানাস্থ সিলেট জেলা প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময়কালে সিলেটের শতবর্ষের সাংবাদিকতার ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনার পাশাপাশি এবং সিলেট জেলা প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের নিয়ে স্মৃতিচারণ করা হয়।