সিলেট বিভাগে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন আজ শনিবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। তবে এবার প্রথমবারের মতো কোনো নারী সভাপতি পদে প্রার্থী হয়ে গড়েছেন নতুন ইতিহাস। সে হিসেবে ‘অস্তিত্বজুড়ে একাত্তর’ মন্ত্রে দীক্ষিত সিলেটে সাংবাদিকতার এই স্মারক সংগঠনের ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ।

মহানগরের পূর্ব জিন্দাবাজারের বারুতখানাস্থ সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আজ দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ ও গণনা শেষে আজই ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।